করোনায় আক্রান্তদের হেয় করবেন না : স্বাস্থ্য অধিদফতর
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারকে হেয়প্রতিপন্ন না করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (১ মে) করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এই আহ্বান জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘যারা শনাক্ত হন কোভিড-১৯, তারা কোনো দোষী ব্যক্তি নন। তারা কোনো অপরাধী না। কিন্তু কোনো কোনো জায়গায়, কোনো সমাজে, পাড়া-মহল্লায় আক্রান্ত ব্যক্তিকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। তার পরিবারের মানুষজনকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।’
নাসিমা সুলতানা বলেন, ‘যেকোনো মুহূর্তে আপনি নিজেও করোনায় আক্রান্ত হতে পারেন। এখন করোনার কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। কাজেই আজকে যে নেগেটিভ, কালকে যে পজেটিভ হবে না, সেটার কোনো নিশ্চয়তা নেই। কাজেই কাউকে হেয় করবেন না, কারও সঙ্গে অপরাধীর মতো আচরণ করবেন না। তাদের প্রতি মানবিক হোন।’
‘অন্য যেকোনো অসুখের মতো এটাও একটা অসুখ। এটা সময়ের সাথে সাথে সুস্থ হয়। আমরা আগেও বলেছি, করোনায় আক্রান্ত ৮০ ভাগ মানুষেরই মৃদু সংক্রমণ হয়, তাদের লক্ষণ-উপসর্গ মৃদু থাকে। মাত্র ৩ থেকে ৫ শতাংশ মানুষের ক্ষেত্রে গুরুতর লক্ষণ-উপসর্গ দেখা দেয়। সেক্ষেত্রে হাসপাতাল বা আইসিইউ সাপোর্ট লাগে’, - যোগ করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত এই মহাপরিচালক।
পিডি/জেডএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ শীতের কাপড়ের বাজার গরম, কম্বল-কমফোর্টারে ঝোঁক ক্রেতার
- ২ গণঅভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে
- ৩ আজম-পলক পরিবারের ১৩৬ ব্যাংক হিসাব, হাজার কোটির অস্বাভাবিক লেনদেন
- ৪ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ৫ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের