ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অ্যাপে জানালেই বাসায় নিত্যপণ্য পৌঁছে দেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০১ মে ২০২০

করোনাভাইরাস পরিস্থিতিতে বেশ কয়েকটা এলাকা ও ভবন লকডাউন থাকায় অনেকে আটকা পড়েছেন। বাজার করার মতো পরিস্থিতিও নেই অনেকের। এ রকম যারা আছেন তারা তেজগাঁও বিভাগের নিকটস্থ থানায় সহায়তা চাইলেই তার ঠিকানায় পৌঁছে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।

এই উদ্যোগকে আরও বেগবান করার উদ্যোগ নিয়েছে তেজগাঁও বিভাগ পুলিশ। এবার অ্যাপের মাধ্যমে জানানো যাবে। পুলিশ নিকটস্থ বাজার থেকে অর্ডার করা পণ্য পৌঁছে দেবে বাসায়।

তেজগাঁও বিভাগ পুলিশ সূত্রে জানা গেছে, তেজগাঁও বিভাগের অধীন তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর ও হাতিরঝিল থানাধীন বিভিন্ন এলাকা লকডাউন ঘোষণার পর থেকে অফিসিয়াল মোবাইল নম্বরগুলোতে ফোনের পর ফোন আসে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি (চাল, ডাল, চিনি, তেল, মসলা ইত্যাদি), বেবি ফুড এবং ওষুধ কিনতে তারা পুলিশের সহযোগিতা চান।

যারা ফোন করেছেন, তাদের অনেকেই বয়স্ক। বয়সের ভারে তাদের চলাচলে অসুবিধা হয়। ছেলেমেয়েরা পেশাগত কারণে অন্য কোথাও থাকেন। করোনার কারণে কেয়ারটেকার বা কাজের লোককে ছুটি দিয়েছেন। বাজারে যাওয়ার মতো পুরুষ লোক নেই বাসায়। লকডাউনে অন্য কোথাও আটকা পড়েছেন, বয়সে ছোট কিংবা বাসার কর্তা মারা গেছেন। অথবা যারা সরকারি সিদ্ধান্ত ‘স্টে হোম’কে স্বাগত জানিয়ে এবং নিজেদের ঝুঁকিমুক্ত রাখতে বাইরের সংস্পর্শ এড়িয়ে বাসায়ই থাকতে চান।

কিংবা লকডাউন করা ভবন, বাসা বা পার্শ্ববর্তী ভবন, বাসার অধিবাসী। কোনো অবস্থায়ই তারা বাইরে বের না হতে পারেন সেজন্য পাড়া বা মহল্লার অন্যান্য অধিবাসী পাহারা বসিয়েছে। এমন যারাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে সহায়তা চেয়ে পুলিশকে ফোন করেছেন, সবাইকেই সহায়তা করা হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়নে তেজগাঁও বিভাগের ছয়টি থানায় নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের নিয়ে কাজ করছেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার। দ্রুততার সাথে নিখুঁতভাবে সর্বসাধারণের প্রয়োজনে পাশে থাকতে একটি অ্যাপ তৈরি করা হয়েছে।

এ ব্যাপারে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, করোনা মোকাবিলায় আত্মদানকারী পুলিশের বীর সদস্যদের অকাল প্রয়াণে আমরা শোকাহত। তবে জনগণকে নিরাপদে রাখার প্রচেষ্টায় বিন্দুমাত্র পিছপা হইনি আমরা। বরং শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ পুলিশের প্রতিটি নির্ভীক সদস্য আরও শাণিত হয়েছে।

তিনি বলেন, আজ থেকে (১ মে) হাতিরঝিল থানা এলাকায় প্রাথমিকভাবে wevbd.com অ্যাপটির মাধ্যমে হাতিরঝিল থানার অধিবাসীদের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় দ্রব্যাদি তাদের বাসায় পৌঁছে দেয়া হবে। এ কাজে পুলিশকে সহায়তা করবে এক ঝাঁক তারুণ্যদীপ্ত স্বেচ্ছাসেবক। নেয়া হবে না কোনো সার্ভিস চার্জ। শুধুমাত্র করোনার কারণে সৃষ্ট সংকটে নয়, তেজগাঁও বিভাগের অধিবাসীদের প্রয়োজনে সবসময় পাশে থাকতেই এ প্রয়াস।

অ্যাপসে যেসব পণ্য অর্ডার করা যাবে

wevbd.com একটি ওয়েববেজড অ্যাপ, যা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ব্যবহার উপযোগী। অ্যাপটি ব্যবহার করে যা অর্ডার করা যাবে সেগুলো হলো- চাল, মসুর ডাল, মুগ ডাল, বুট ডাল, চিনি, লবণ, আটা/ ময়দা, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, সরিষা তেল, রসুন, আদা, হলুদ, মরিচ, ধনিয়া, দারুচিনি, তেজপাতা, জিরা, লবঙ্গ, এলাচ, শিশুখাদ্য ও ওষুধ।

যেভাবে অ্যাপসে অর্ডার করবেন

১. প্রথমে http://wevbd.com/ লিংকটিতে যেতে হবে

২. ‘SETUP YOUR LOCATION’ বাটনটি ক্লিক করুন। আপনার থানা নির্বাচন করে ফ্ল্যাট নম্বর, হাউজ নম্বর,
রোড নম্বর ও এরিয়ে লিখে ‘SAVE ADDRESS’ বাটনে ক্লিক করুন।

৩. নির্বাচনকৃত থানা বাজারটিতে ক্লিক করুন। প্রয়োজনীয় Grocery আইটেম নির্বাচন করুন। নির্বাচন শেষে ‘View Cart’ এ ক্লিক করুন। নির্বাচনকৃত Grocery আইটেমের পরিমাণ নির্বাচন করুন। এখানে বেবি ফুড, মেডিসিনের নাম ও পরিমাণ লেখার ব্যবস্থা আছে। ‘CONTINUE’ এ ক্লিক করুন।

৪. রেজিস্ট্রেশন করুন নাম, মোবাইল নং ও ই-মেইল আইডি দিয়ে। ফেসবুক আইডি দিয়েও রেজিস্ট্রেশন করা যায়।

৫. ‘PROCEED TO CHECKOUT’ এ ক্লিক করুন। আপনার কাজ শেষ। এবার পুলিশ ও স্বেচ্ছাসেবীরা আপনার পণ্য গন্তব্যে পৌঁছে দেবেন।

জেইউ/এমএসএইচ/এমকেএইচ