ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে আমিরাত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০২:০৭ এএম, ০১ মে ২০২০

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়ালো মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের জন্য সাত মেট্রিক টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে দেশটি। এসব চিকিৎসা সামগ্রী অন্তত সাত হাজার চিকিৎসকের কাজে লাগবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইতিহাদ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে করে এসব চিকিৎসা সামগ্রী পাঠানো হয়। কোভিড-১৯ এর বিস্তাররোধে বাংলাদেশে এ সামগ্রী পাঠিয়েছে আমিরাত।

চিকিৎসা সামগ্রী সহায়তার ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি বলেন, বাংলাদেশে কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসা উপকরণের প্রয়োজনীয়তা মেটাতে আরব আমিরাত প্রস্তুত। আজকের এই সহায়তার মধ্যে দিয়ে বাংলাদেশের চিকিৎসা পেশাদাররা ভাইরাসের বিস্তার ঠেকাতে যে স্মরণীয় লড়াই করছেন তাতে সামিল হয়েছে ইউএই।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এ পর্যন্ত ৩৩টি দেশে ৩৪১ মেট্রিক টন চিকিৎসা সামগ্রী সহায়তা পাঠিয়েছে। এসব চিকিৎসা সামগ্রী অন্তত তিন লাখ ৪১ হাজার চিকিৎসা পেশাদারদের সহায়তা করবে।

বিএ