ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সন্দেহভাজন করোনারোগীর চিকিৎসা ও পরামর্শের জন্য হটলাইন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:৫৬ এএম, ০১ মে ২০২০

সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহভাজন করোনারোগীর চিকিৎসা ব্যবস্থাপনা ও পরামর্শ দানের জন্য সমন্বিত নিয়ন্ত্রণকক্ষে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদফতর। নম্বরগুলো হলো- ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ ও ০১৩১৩৭৯১১৪০।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সরকারি বা বেসরকারি হাসপাতালে কোনো রোগীকে করোনা আক্রান্ত সন্দেহ হলে এবং কোনো কারণে হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হয়, সেক্ষেত্রে রোগীকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষের চারটি নম্বরের যেকোনো একটিতে ফোন করে রোগের চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ পরামর্শ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

নিয়ন্ত্রণকক্ষ থেকে রোগীর ভর্তি হওয়া ও চিকিৎসা বিষয়ে করণীয় সমন্বয় করা হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

এমইউ/বিএ