ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় পুলিশ কনস্টেবলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৩ পিএম, ২৯ এপ্রিল ২০২০

করোনা মোকাবিলায় মাঠপর্যায়ের সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ পুলিশের সদস্য কনস্টেবল মো. জসিম উদ্দিনের (৪০) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার আই‌জি‌পিকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে শোক প্রকাশ করে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনাযুদ্ধে আত্মোৎসর্গকারী কনস্টেবল মো. জসিম উদ্দিনের পরিবারের পাশে সর্বোতভাবে থাকবে বাংলাদেশ পুলিশ।

উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশের (ডিএমিপ) ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিন ওয়ারী ফাঁড়িতে দায়িত্বরত থাকার সময় করোনায় সংক্রমিত হন। গত ২৪ এপ্রিল তার শরীরে প্রথম করোনার উপসর্গ দেখা দেয়।

এরপর হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মঙ্গলবার রাত ১০টায় তিনি মারা যান। আজ পরীক্ষার রিপোর্ট আসে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

করোনাযুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনেশুনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসা পুলিশ বাহিনীর সদস্য হিসেবে প্রথম জীবন দিলেন কনস্টেবল জসিম উদ্দিন (৩৯)। তার বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

বিএ