ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বাস্থ্য অধিদফতরের হটলাইনে ২৪ ঘণ্টায় ৭২ হাজার কল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৮ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস সংক্রমণের এ সময়ে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদফতরের হটলাইনে ৭২ হাজার ৪৪৭টি ফোনকল এসেছে। করোনা সংক্রমণের পর এ পর্যন্ত সর্বমোট ৩৫ লাখ ৫৮ হাজারের বেশি ফোনকল রিসিভ করেছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও বলেন, ‘মোবাইল ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে ৩১ হাজার ১২৪ জনকে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে। এ পর্যন্ত ১৫ লাখ ৩৬ হাজার ২১৭ জনকে এসবের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে।’

ডা. নাসিমা সুলতানা বলছেন, ‘আমরা কোভিড-১৯ বিষয়ক যেসব স্বাস্থ্যবিধি নিয়মিত বলে থাকি, এগুলো সবাই যথাযথভাবে পালন করবেন। তা না হলে আক্রান্তের সংখ্যা কমাতে পারব না। এটা প্রতিনিয়তই বেড়ে যাবে।’

গত ২৪ ঘণ্টায় বিমান, স্থল ও সমুদ্রবন্দর দিয়ে ৫০১ জন এসেছে বলেও জানান তিনি।

নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আসাদের মধ্যে বিমানবন্দর দিয়ে ৩১৪, স্থলবন্দর দিয়ে ৬১ এবং সমুদ্রবন্দর দিয়ে ১২৬ জন এসেছেন। তাদের সবাইকে স্ক্রিনিং করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট স্ক্রিনিং করা হয়েছে ছয় লাখ ৭৫ হাজার ৭৮২ জনকে।’

আজকের স্বাস্থ্য বুলেটিনের তথ্যমতে, করোনার কারণে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু দাঁড়ালো মোট ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৪৯ জনের দেহে। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৪৬২ জন। আর গত একদিনে সুস্থ হয়েছেন তিনজন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯-এ।

পিডি/এএইচ/এমএস