ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাংবাদিকদের জন্য ৩০ কেজি চাল বরাদ্দের তথ্যটি গুজব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৭ এপ্রিল ২০২০

সাংবাদিকদের জন্য সরকার এককালীন ৩০ কেজি চাল বরাদ্দ করেছে বলে ছড়ানো খবরটিকে গুজব বলে জানিয়েছে সরকারের গুজব প্রতিরোধ সেল।

সোমবার (২৭ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের (গুজব প্রতিরোধ সেল) সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, Mostafizur Rahman Sumon, Shahin Hasnat-সহ আরও কয়েকটি ফেসবুক আইডি থেকে ‘তাজা খবর’ শিরোনামে এই মর্মে গুজব রটানো হচ্ছে যে, সাংবাদিকদের জন্য এককালীন ৩০ কেজি চাল সরকার বরাদ্দ করেছে।

তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়া তালিকা থেকে সীমিতসংখ্যক সাংবাদিক ৩০ কেজি চাল পাওয়ার কথা বলা হয়েছে। এটি একটি জঘন্য গুজব। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। এ ধরনের গুজব রটানো শাস্তিযোগ্য অপরাধ। প্রয়োজনে এ ধরনের গুজবের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমইউএইচ/এমকেএইচ