ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পেল আরও ৫২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, ত্রাণকার্য পরিচালনা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ বিভিন্ন প্রয়োজন মেটাতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও ৫২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

রোববার (২৬ এপ্রিল) এ বরাদ্দ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৯২টি উপজেলা পরিষদের জন্য ২৪ কোটি ৪৫ লাখ, ৬১টি জেলা পরিষদের জন্য ১৬ কোটি, ১২টি সিটি করপোরেশনের জন্য ছয় কোটি ৮০ লাখ এবং 'খ' ও 'গ' শ্রেণির ১৩৮টি পৌরসভার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এর আগে ২৫ মার্চ করোনা সংক্রমণ মোকাবিলায় ১২টি সিটি করপোরেশন, ৩২৮টি পৌরসভা ও ৪৯২টি উপজেলা পরিষদের জন্য সর্বমোট ৩৩ কোটি ২ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

আরএমএম/এমএআর/এমএস