ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঘরবন্দি জীবনে ঘুড়ি ওড়ানোয় ঝোঁক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৬ এপ্রিল ২০২০

বাংলাদেশসহ সারাবিশ্বেই বইছে করোনাভাইরাসের বৈরী হাওয়া। ঘরবন্দি জীবনযাপন করছে কোটি কোটি মানুষ। বাংলাদেশের মানুষও এক মাস ধরে ঘরবন্দি। বিশেষ করে ঢাকা শহরের মতো মেট্রোপলিটন সিটির মানুষের আকাশ দেখা প্রায় বন্ধই। ঘরে বসে একঘেয়েমি কাটাতে তাই অনেকে এখন বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছেন। আর চাহিদা বুঝে নগরে ঘুড়ির বিক্রিও বেড়ে গেছে।

এখন বেলা ২টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকছে। ফুটপাতেও এই সময়ের মধ্যে নিত্যপণ্য বিশেষ করে খাবার বিক্রি করতে হয়। কিন্তু ঘুড়ির চাহিদা বেড়ে যাওয়ায় কেউ কেউ এখন ফুটপাতেও ঘুড়ি, লাটাই ও সুতা নিয়ে বসছেন।

রাজধানীর বাড্ডা ও শান্তিনগর এলাকায় এ রকম ঘুড়ি নিয়ে বসতে দেখা গেছে। আজ রোববার শান্তিনগরের ফুটপাতে ঘুড়ি বিক্রি করছিলেন মো. সাইদ। তিনি জাগো নিউজকে বলেন, ‘পেশায় আমি একজন কাপড় ইস্ত্রিওয়ালা। কিন্তু এখন সেটার ব্যবসা ভালো না। আগে থেকেই ঘুড়ি বানাতে পারি। অনেকেই দেখলাম ঘুড়ি খুঁজছে। তাই ঘুড়ি বানিয়ে ফুটপাতে বিক্রি করছি।’

সেখানকার ক্রেতা রোকন বলেন, ‘বাসায় বন্দী থেকে হাঁপিয়ে উঠেছি। তাই ছেলেমেয়ে নিয়ে ছাদে ঘুড়ি ওড়াব।’

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৮ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে পাঁচ হাজার ৪১৬। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১২২ জনে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এই রোগ থেকে মুক্তি পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার জন্যও পরামর্শ দেয়া হয়েছে।

এইচএস/বিএ/জেআইএম