সুন্দরবন রক্ষায় গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ শুরু
সুন্দরবন রক্ষায় রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে রোডমার্চ শুরু করছে গণতান্ত্রিক বাম মোর্চা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ শেষে এ রোডমার্চ শুরু করেন তারা।
এর আগে সমাবেশে বক্তারা বলেন, সরকার সব কিছু অগ্রাহ্য করে ভারতরীয় কোম্পানি এনটিপিসি`র এ প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে। প্রাকৃতিকভাবে একটা বন তৈরি হতে সময় লাগে বহু বছর কিন্তু ধ্বংস করে দিতে সময় লাগে না।
তারা আরো বলেন, আমরা বিদ্যুৎ চাই তবে সুন্দরবন ধ্বংসের বিনিময়ে নয়। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প পথ আছে কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।
গণতান্ত্রিক বাম মোর্চার ১৬-১৮ অক্টোবর ঢাকা-সুন্দরবন রোডমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে অংশ নেয় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্ট, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, শ্রমিক-কৃষক সমাজবাদী দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
এএস/আরএস/পিআর