ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বাস্থ্যকর্মীদের উৎসর্গকৃত গানে কণ্ঠ দিলেন ড. মোমেন

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে সমগ্র বিশ্ব নজিরবিহীন সংকটে পড়েছে। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি গোটা বিশ্বের অর্থনৈতিক কমকাণ্ড বিপর্যস্ত। এই বৈশ্বিক মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর দেশসমূহের সাথে সমন্বয় করে সমস্যাটি মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

এই সংকটময় মুহূর্তে জাতিসংঘের বর্তমান ও সাবেক ২৬ জন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের গাওয়া ‘হিল দ্য ওয়ার্ল্ড’ সংগীতে গলা মিলিয়ে এ সমস্যা মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টার সাথে একাত্মতা প্রকাশ করেছেন। জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনও এতে অংশ নিয়েছেন।

মাইকেল জ্যাকসনের ‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানটি ছিল তার দাতব্য সংস্থার কর্মীদের উৎসর্গ করে। এবার জাতিসংঘে দায়িত্ব পালন করা কূটনীতিকরা এই গানটি গাইলেন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াকু যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করে। এছাড়া এ সংগীতের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলায় ‘সলিডারিটি রেসপন্স ফান্ডে’ অনুদান প্রদানকেও উৎসাহিত করা হয়েছে।

জেপি/এইচএ/এমকেএইচ