ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৪ ঘণ্টায় মৃত ৯ জনের ৭ জনই সত্তরোর্ধ্ব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৫ এপ্রিল ২০২০

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃত রোগীদের মধ্যে ৭ জনের বয়সই ৭০ বছরের বেশি। বাকি দুজনের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের ১ জন ও ৬১ বছরের বেশি ১ জন।

গত ২৪ ঘণ্টায় যে ৯ জন মারা গেছেন তাদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মৃত ৯ জনের মধ্যে রাজধানী ঢাকায় ৩ জন ও ঢাকার বাইরের ৬ জন। ঢাকার বাইরের ৬ জনের মৃতের কথা বললেও বিফ্রিংকালে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নারায়ণগঞ্জে ২ জন, জয়পুরহাটে ২ জন, টাঙ্গাইল, মাদারীপুর ও ময়মনসিংহ একজন করে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন। হিসাবে এ সংখ্যা ৭ জন দাঁড়ায়।

এমইউ/বিএ/এমকেএইচ