ইফতার দিয়েছে ‘মানবতার জন্য জীবন’
করোনাভাইরাস মহামারিতে সারাবিশ্ব অচল হয়ে পড়েছে। বাংলাদেশে এ ভাইরাস প্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে বন্ধ রয়েছে সবকিছু। এতে খাদ্য সংকটে পড়েছেন শ্রমজীবী মানুষ। কর্মহীন হয়ে পড়া এসব শ্রমজীবীদের পাশে দাঁড়িয়েছে ‘মানবতার জন্য জীবন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, রংপুর, বরিশাল ও চট্রগামের বেশ কিছু এলাকায় অসহায় মানুষদের মাঝে ইফতারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যদ্রব্য বিতরণ করেছে তারা।
সংগঠনের সেচ্ছাসেবী কর্মীরা জানান, সারাদেশের ক্ষুধার্ত মানুষের কথা হিসেব করলে আমাদের আয়োজন তেমন কিছুই নয়। তবুও আমরা আমাদের অবস্থান থেকে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। দেশের বিভিন্ন জেলায় থাকা সেচ্ছাসেবীদের সমন্বয়ে শৃঙ্খলভাবে খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। পবিত্র মাহে রমজানে এ খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা।
স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন উদ্যোক্তা সুরাইয়া ইয়াসমিন, দোলন বাসক, রেশমা আক্তার, সজীব আহমেদ, শামীম হোসেন, মারুফ ইসলাম, সাইরুল ইসলাম, হেপী আক্তার, হাবিবুর রহমান, অরচিতা সেবাসহ ১০১ জন তরুণ-তরুণী।
মানবতার জন্য জীবন নামের এই সংগঠনটি ২০০৬ সাল থেকে দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অসহায় শিক্ষার্থীদের ও মানুষদের মানবিক সেবা দিয়ে আসছে।
এমএইচএম/এমএফ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ২ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৩ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৪ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ
- ৫ আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: ডিবিপ্রধান