ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কারখানা লে-অফ ঘোষণা করা যাবে না : টাফ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৩৩ পিএম, ২৪ এপ্রিল ২০২০

চট্টগ্রাম ইপিজেডের ৪৬টি এবং কর্ণফুলী ইপিজেডের ২৩টি কারখানা লে-অফের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদনের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)। সংগঠনটির সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমীর আব্বাস শুক্রবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় শ্রমিকদের অনেকেই অনিশ্চিত জীবনের মুখোমুখি হয়ে পড়েছেন। এ সময় বেআইনি লে-অফ ঘোষণা তাদের বড় ধরনের সংকটে নিক্ষেপ করবে।

বিবৃতিতে তারা আরও বলেন, সরকারের সাধারণ ছুটি ঘোষণার সময় এইভাবে লে-অফ ঘোষণা শ্রম আইন ২০০৬ অনুমোদন করে না। সুতরাং সাধারণ ছুটি চলাকালীন খাদ্যভাবে বা কোভিড-১৯ দুর্যোগে স্বাস্থ্য সুরক্ষাহীনতার কারণে কোনো শ্রমিকের মৃত্যু হলে তার দায়ভার মালিক ও সরকারকেই নিতে হবে ।

এফএইচএস/এমএফ/পিআর