কর্মহীন মানুষের মাঝে এনএফএসের ইফতার সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর শ্যামপুর থানাধীন খালপাড়ে ২০ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, মুড়ি, ছোলা, চিনি, খেজুর, চিড়া, আলু ও ট্যাং।
ইফতার বিতরণকালে সংগঠনের সভাপতি রাহাত হুসাইন বলেন, করোনা সংকটের কারণে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের সংগঠনের সদস্যরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে। ‘মানবতার কল্যাণে বন্ধু’ এ স্লোগান নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি শেখ মো. নাসির, সাইফ আহমেদ, আইসিটি বিষয়ক সম্পাদক মাহবুব আলম, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি, ঢাকা মহানগরীর সদস্য মোহাম্মদ মাসুম, শাকিলসহ অন্যান্যরা।
এইউএ/এএইচ/এমকেএইচ