ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কর্মহীন মানুষের মাঝে এনএফএসের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৪ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর শ্যামপুর থানাধীন খালপাড়ে ২০ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, মুড়ি, ছোলা, চিনি, খেজুর, চিড়া, আলু ও ট্যাং।

ইফতার বিতরণকালে সংগঠনের সভাপতি রাহাত হুসাইন বলেন, করোনা সংকটের কারণে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের সংগঠনের সদস্যরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে। ‘মানবতার কল্যাণে বন্ধু’ এ স্লোগান নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি শেখ মো. নাসির, সাইফ আহমেদ, আইসিটি বিষয়ক সম্পাদক মাহবুব আলম, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি, ঢাকা মহানগরীর সদস্য মোহাম্মদ মাসুম, শাকিলসহ অন্যান্যরা।

এইউএ/এএইচ/এমকেএইচ