ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চিকিৎসক-নার্স নিয়োগের সিদ্ধান্তে স্বানাপের অভিনন্দন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৩ এপ্রিল ২০২০

করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশে নতুন করে ছয় হাজার নার্স ও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। সরকারি এমন সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)।

আজ (২৩ এপ্রিল) স্বানাপের মহাসচিব ইকবাল হোসেন সবুজ জাগো নিউজের সঙ্গে আলাপকালে বলেন, কোভিড-১৯ বৈশ্বিক মহামারি হিসেবে রূপ নিয়েছে এবং বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। সেই সাথে স্বাস্থ্যকর্মীরা তুলনামূলকভাবে অনেক বেশি আক্রান্ত হচ্ছেন।

এমনই প্রেক্ষাপটে জাতির ক্রান্তিলগ্নে উন্নত সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাহিদ মালেক আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে শিগগিরই ছয় হাজার নার্স ও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবেন বলে জানিয়েছেন। সময়োপযোগী এ সিদ্ধান্ত গ্রহণ করায় মন্ত্রীকে স্বাগত জানাচ্ছি এবং ত্রিশোর্ধ্ব বয়সী রেজিস্ট্রার নার্সদের অগ্রধিকারের ভিত্তিতে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।

এমইউ/এমএআর/এমকেএইচ