ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় আক্রান্তের মধ্যে ২৪ শতাংশ তরুণ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৩ এপ্রিল ২০২০

দেশে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ২১-৩০ বছর বয়সী তরুণ জনগোষ্ঠি। বর্তমানে প্রতিদিন নতুন করে চারশতাধিক নারী, পুরুষ ও শিশু করোনায় আক্রান্ত হচ্ছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত সর্বমোট চার হাজার ১৮৬ আক্রান্ত ও ১২৭ জন মারা গেছেন।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা তরুণদের সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে থাকার তথ্য জানিয়ে বলেন, বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত মোট আক্রান্তদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, করোনায় আক্রান্ত সর্বমোট রোগীদের ৬০ বছরের বেশি বয়সী ১০ শতাংশ, ৫১-৬০ বছর বয়সী ১৫ শতাংশ, ৪১-৫০ বছর বয়সী ১৮ শতাংশ, ৩১-৪০ বছর বয়সী ২২ শতাংশ, ২১-৩০ বছর বয়সী ২৪ শতাংশ, ১১-২০ বছর বয়সী ৮ শতাংশ এবং ১০ এবং এর নীচের বয়সী ৩ শতাংশ রোগী করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে তরুণদের সংখ্যাই সর্বাধিক। এ কারণে তিনি বার বার তরুণ-যুবকদের ঘরে থাকার পরামর্শ দিয়ে বলেন, আপনারা ঘরে থাকুন, নিজেকে সুরক্ষিত করুন, অন্যদের সুরক্ষা দিন। খুব বেশি প্রয়োজন হলে মাস্ক পড়ে ঘরের বাইরে যাওযার পরামর্শ দেন তিনি।

এমইউ/এএইচ/এমকেএইচ