ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনাভাইরাস : এক মাস আগে-পরের চিত্র

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৩ এপ্রিল ২০২০

এক মাসের ব্যবধানে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার ব্যবধান আকাশ-পাতাল। গত ২৩ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ছয়জন। তখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুও হয়নি। কিন্তু ঠিক এক মাস পর আজ ২৩ এপ্রিলের সর্বশেষ হিসাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জনে। এর মধ্যে ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১৪ জন। আর এক মাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১২৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মৃত্যু হয়েছে সাতজনের।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, এক মাস আগের চিত্র আর পরের চিত্র দেখলে করোনাভাইরাসের সংক্রমণের তীব্রতা বোঝা যায়। সেজন্য ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।

ডা. নাসিমা সুলতানা জানান, এখন পর্যন্ত আক্রান্তদের ৮৫ দশমিক ২৬ শতাংশ রাজধানী ঢাকা ও ঢাকা বিভাগের বাসিন্দা। ৪৫ দশমিক ৫১ শতাংশ ঢাকা নগরের বাসিন্দা। ঢাকা বিভাগের অন্যান্য জেলা মিলিয়ে এ সংক্রমণের হার ৩৯ দশমিক ৭৫ শতাংশ। মোট আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৮ শতাংশ ও নারী ৩২ শতাংশ।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ ঘটেছে। যখন কোথাও সংক্রমণ ঘটলে এর উৎস জানা যায় না বা আক্রান্ত ব্যক্তি কিভাবে সংক্রমিত হলেন তা বোঝা যায় না, তখন সে অবস্থাকে সামাজিক সংক্রমণ বলে। বাংলাদেশ এখন সংক্রমণের তৃতীয় ধাপে রয়েছে।

বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এমইউ/এইচএ/এমকেএইচ