যাত্রী ও কর্মীদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে এমিরেটস
করোনা পরিস্থিতিতে বিমানবন্দরে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স। যাত্রীদের সরাসরি সংস্পর্শে আসছেন এমন কেবিন ক্রু, বোর্ডিং এজেন্ট এবং গ্রাউন্ড স্টাফ এখন থেকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরে সেবা প্রদান করবেন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে এমিরেটস বাংলাদেশ।
এমিরেটস জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সকল গ্রাহক ও স্টাফদের জন্য গ্লাভস এবং মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বিমানবন্দরে প্রবেশকালে থার্মাল স্ক্যান করা হচ্ছে। চেক-ইন ও বোর্ডিংকালে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে ফ্লোরে ব্যবহার করা হচ্ছে বিশেষ চিহ্ন। চেক-ইন কাউন্টারে যাত্রী ও স্টাফদের মাঝখানে বিশেষ প্রতিবন্ধকতা স্থাপন করা হয়েছে। পাশাপাশি যাত্রী ও পরিবার গ্রুপের মধ্যে খালি আসন রেখে যাত্রীদের আগেভাগেই আসন বরাদ্দ দেয়া হচ্ছে।
ইন-ফ্লাইট সেবায়ও পরিবর্তন এনেছে এমিরেটস। যাত্রী ও কেবিন ক্রুদের মধ্যে সংস্পর্শ যথাসম্ভব এড়াতে বিশেষভাবে পরিবেশন করা হচ্ছে খাদ্যসামগ্রী। উড়োজাহাজের কেবিনে ল্যাপটপ, হাতব্যাগ, ব্রিফকেস ও শিশুখাদ্য ছাড়া আর কিছু সঙ্গে নিতে দেয়া হচ্ছে না। চেক-ইন থেকে শুরু করে উড়োজাহাজ থেকে বের হয়ে আসা পর্যন্ত পুরো সময় গ্লাভস ও মাস্ক পরতে হচ্ছে যাত্রীদের।
প্রতিটি উড্ডয়নের পর দুবাই বিমানবন্দরে উড়োজাহাজগুলোতে পরিছন্নতা ও জীবাণুনাশক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এআর/এসআর/জেআইএম