ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এনআইবির উদ্যোগে ৪০০ পিপিই বিতরণ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২২ এপ্রিল ২০২০

সামাজিক প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশের’ (এনআইবি) উদ্যোগে মানবতার কল্যাণে নিবেদিত করোনা যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অধিকতর নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর তিনটি হাসপাতালে পিপিই বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এনআইবির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

jagonews

এনআইবির উদ্যোগে এ দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ১০০টি করে মোট ৩০০ পিপিই বিতরণ করা হয়। নিজ নিজ হাসপাতালের পক্ষে পিপিইগুলো গ্রহণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. ফারুক আহমেদ এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের পরিচালক ডা. সারওয়ার উল আলম। এছাড়া সময় টেলিভিশন ও যমুনা টেলিভিশনের সংবাদকর্মীদের জন্য ৫০টি করে মোট ১০০ পিপিই বিতরণ করা হয়।

jagonews24

এনআইবির পক্ষ থেকে পিপিইগুলো হস্তান্তর করেন এনআইবির সদস্য আমিনুল ইসলাম শান্ত।

এছাড়াও এনআইবির উদ্যোগে রাজধানীর যেসব হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হয় এরকম পাঁচটি হাসপাতালের সামনে ডিজইনফেকশন চেম্বার/এন্টি ব্যাকটেরিয়াল চেম্বার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

এফএইচএস/এএইচ/এমএস