ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে করোনাকে জয় করে বাড়ি ফিরলেন ৭ জন

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২২ এপ্রিল ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন। এ নিয়ে চট্টগ্রামে ৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত ৫ রোগীর দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র পান নারীসহ ওই পাঁচজন।

সুস্থ এই পাঁচজন হলেন- শাপলা আবাসিকে শনাক্ত হওয়া প্রথম করোনা পজিটিভ নারী হাসিনা বেগম, সীতাকুণ্ডে শনাক্ত হওয়া নারায়ণগঞ্জফেরত ব্যাংক কর্মচারী মো. আনোয়ার, সিডিএ মার্কেট এলাকায় শনাক্ত হওয়া লোহার ব্যবসায়ী মো. কামাল উদ্দিন, সাগরিকা এলাকায় বসবাসরত গার্টেক্স গার্মেন্টসের কর্মকর্তা ওমর আলী ও দামপাড়ায় আক্রান্ত হওয়া বৃদ্ধের ছেলে জাহেদুল হক।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জাগো নিউজকে বলেন, ‘মঙ্গলবার (২১ এপ্রিল) মোট পাঁচজনের রি-টেস্টে নেগেটিভ এসেছে। এদের মধ্যে চারজনের পরপর দুইবার নেগেটিভ এলো। একজন আগে থেকেই সুস্থ আছেন। আরেকজনের একটা রেজাল্ট নেগেটিভ আসছে। এই পাঁচজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’

এর আগে, সোমবার (২০ এপ্রিল) ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন দুজন রোগী। ওই দুইজনের মধ্যে একজন হলেন- নগরের ফিরিঙ্গিবাজারের করোনা আক্রান্ত রোগী ৫৫ বছর বয়সী গোলাম সাইফুদ্দিন মানিক, অন্যজন হলেন- নগরের আকবরশাহ এলাকার ৩৫ বছর বয়সী সবজি বিক্রেতা ওমর ফারুক।

আবু আজাদ/এফআর/এমএস