ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশই ঢাকা বিভাগের : স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২২ এপ্রিল ২০২০

নতুন ৩৯০ জনসহ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট তিন হাজার ৭৭২ জন। আক্রান্তদের ৭৩ শতাংশই ঢাকা বিভাগর। আর এখন পর্যন্ত আক্রান্ত জেলা ৫৫টি এবং করোনার আক্রমণ হয়নি ৯ জেলায়।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘৬৪ জেলার মধ্যে ৫৫টি জেলায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে ঢাকা মহানগরী ও বিভাগে অনেক বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭৩ শতাংশই ঢাকা বিভাগের। এর অর্ধেক প্রায় ঢাকা মহানগরীতে এবং বাকি অর্ধেক ঢাকার অন্যান্য জেলায়।’

নাসিমা সুলতানা আরও বলেন, ‘নারায়ণগঞ্জে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৪৯২ জন। যার মধ্যে সিটি করপোরেশনের আছে ৩৬৪ জন। নারায়ণগঞ্জে এ পর্যন্ত মারা গেছেন ৩৫ জন। সুস্থ হয়েছেন ১৬ জন। নারায়ণগঞ্জে মোট কোয়ারেন্টাইনে আছেন ৬৮১ জন। এরমধ্যে ৫৯৮ জন কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন। নারায়ণগঞ্জের পর রয়েছে গাজীপুর। এরপরে কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা।’

পিডি/এএইচ/এমএস