ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজ বিশ্ব ধরিত্রী দিবস

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২২ এপ্রিল ২০২০

আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। বিশ্বকে তথা ধরণীকে বাঁচাতে যে দিবসের শুরু হয় আজ এমন সময় সেই দিবসটি পালিত হচ্ছে যখন করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বই থমকে আছে। যদিও এ ভাইরাসের প্রভাবে কল-কারখানা বন্ধ থাকা এবং লকডাউন পরিস্থিতিতে বিশ্বে দূষণ অনেকটা কমেছে।

দিবসটি উপলক্ষে আজ গুগলে ডুডল প্রকাশ করা হয়েছে। জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্যই দিয়েই শুরু হয় বিশ্ব ধরিত্রী দিবস। ১৯৭০ সনের এই দিনে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন।

ধরিত্রী দিবসের ২০ বছর পূর্তিতে ১৯৯০ সালে আরেকটি বড় আন্দোলন শুরু হয়। ওই বছর বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি মানুষ ধরিত্রী দিবস পালন করেন।

পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন সিনেটর নেলসনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন। বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে পালিত হয় দিবসটি। ১৯৩টির অধিক দেশে প্রতি বছর এই দিবস পালন করা হয়।

জেডএ/জেআইএম