শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কৃষকদের সহায়তার আহ্বান
ধান কাটার এই মৌসুমে কৃষকদের সহায়তা করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতর। মঙ্গলবার অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত বৈশ্বিক মহামারির প্রভাব বাংলাদেশেও পড়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে করােনাভাইরাস সংক্রমণের বিরূপ প্রভাব বিবেচনায় নিয়ে ইতােমধ্যে আগামী ৩ বছরের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। একইসঙ্গে তিনি জরুরিভিত্তিতে প্রায় ৫ কোটি মানুষের খাদ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছেন।
পাশাপাশি সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণ ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছর বােরাে ধানের যে বাম্পার ফলন হয়েছে তা যেন সঠিক সময়ে কৃষকের ঘরে উঠে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন; এ বিষয়ে অন্যান্য অনেকের মতো শিক্ষক-শিক্ষার্থীদেরও কৃষকদের পাশে দাঁড়ানাের আহ্বান জানিয়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে দেশের যেসব অঞ্চলে বােরাে ধান আহরণের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করা প্রয়ােজন সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কৃষকদের প্রয়ােজনীয় সাহায্য প্রদান করার অনুরােধ করা হলাে। প্রয়ােজনীয় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে তারা অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববােধ সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত (স্কাউটস/রােভার স্কাউটস ইত্যাদি) শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাবেন।
প্রয়ােজনে কৃষকদেরকে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ ব্যবহার করার সুযােগ করে দেবেন। এ পরিপ্রেক্ষিতে বােরাে ধান আহরণে কৃষকদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।
এইচএস/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ হাদি হত্যার বিচার দাবি: দ্বিতীয় দিন রাতেও শাহবাগে মানুষের ঢল
- ২ আল আমিনের জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ, ৩ নারী গ্রেফতার
- ৩ তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষক কারাগারে
- ৪ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ৫ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার