ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সালমা-আদিল ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরে পিপিই বিতরণ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:২২ পিএম, ২১ এপ্রিল ২০২০

‘খিদমাতুল মাইয়্যাত-গাজীপুর’ নামে পরিচিত স্বেচ্ছাসেবীদের হাতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং অন্যান্য সুরক্ষা সরঞ্জাম তুলে দিয়েছে সালমা-আদিল ফাউন্ডেশন (এসএএফ)।

সম্প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জিয়া মাহমুদ খান রাতুল স্বেচ্ছাসেবীদের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন।

সালমা-আদিল ফাউন্ডেশনের দেয়া সরঞ্জামের মধ্যে রয়েছে- আমদানিকৃত ১২টি পিপিই, কেএন-৯৫ মাস্ক এবং গগলস (বিশেষ চশমা)। এছাড়া করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দাফনে প্রয়োজনীয় সরঞ্জাম বিনামূল্যে সরবরাহ করবে ফাউন্ডেশনটি।

খিদমাতুল মাইয়্যাত নামের স্বেচ্ছাসেবক এই দলটি তাদের জীবনের ঝুঁকি নিয়ে নিজ খরচে করোনায় মৃত ব্যক্তিদের দাফনে সাহায্য করছে।

করোনাভাইরাসে যারা মারা যাচ্ছেন তাদের জন্য যথাযথ জানাজার ব্যবস্থা করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তাদের এ উদ্বেগ দূর করতে এবং নিরাপদে একটি জানাজার অনুষ্ঠান পরিচালনা করতে উদ্যোগ নিয়েছে সালমা-আদিল ফাউন্ডেশন।

ইতোমধ্যে ফাউন্ডেশনটি নিজ অর্থায়নে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আন্তর্জাতিক মানের সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছে।

এমএসএইচ/এমএস