ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জুরাইনে কাউন্সিলর নূর হোসেনের ত্রাণ বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২১ এপ্রিল ২০২০

রাজধানীর জুরাইন, ফরিদাবাদ কদমতলী এলাকায় ত্রাণ বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নূর হোসেন। ব্যক্তিগত উদ্যোগে বেশ কয়েকদিন ধরে ত্রাণ বিতরণ করছেন তিনি।

জানা যায়, তার নির্বাচনী এলাকায় রিকশাওয়ালা থেকে শুরু করে মুচি, কামারসহ সব পেশাজীবীর মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।

nur

নূর হোসেন বলেন, সরকারি ত্রাণ আরও ২-৩ দিন পর থেকে বিতরণ করা হবে। কারণ সরকারি ত্রাণ বিতরণের সময় স্বচ্ছতার খাতিরে অনেক তথ্য উপাত্ত এবং প্রমাণাদি রাখতে হয়। প্রত্যেক ত্রাণ গ্রহীতার তালিকা ছাড়াও তাদের স্বাক্ষর নিতে হয়। এসব কারণে দু-তিন দিন পর থেকে সরকারি ত্রাণ বিতরণ শুরু হবে। কিন্তু আমি ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত তিনশ জনকে ত্রাণ দিয়েছি।

এইচএস/এএইচ/পিআর