ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাসিন্দা করোনা আক্রান্তের পর বনশ্রীতে একটি সড়ক লকডাউন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২০ এপ্রিল ২০২০

বেড়েই চলছে করোনার প্রাদুর্ভাব। করোনা সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রাজধানী ঢাকা। ইতোমধ্যে ১১৩টি স্থানে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এমন অবস্থার মধ্যে রাজধানীর রামপুরার বনশ্রী আবাসিক এলাকার এ ব্লকের একটি সড়ক লকডাউন করেছে পুলিশ।

ওই সড়কের একটি বাড়িতে একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। ওই আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তির পর সোমবার (২০ এপ্রিল) বিকেলে বনশ্রীর এ ব্লকের ১ নম্বর সড়কটি বন্ধ করে দেয় রামপুরা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ওসির কুদ্দুস ফকির বলেন, ওই সড়কের একটি বাড়িতে একজন করোনাভাইরাস আক্রান্ত। আইইডিসিআর কর্তৃক এমন নির্দেশনার পর সড়কটিতে চলাচল বন্ধ ও সংশ্লিষ্ট ভবনটি লকডাউন করা হয়েছে।

জেইউ/এসএইচএস/এমএস