ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সামাজিক দূরত্ব না মেনেই ভিডিও কনফারেন্সে গাজীপুর

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪২ পিএম, ২০ এপ্রিল ২০২০

সামাজিক দূরত্ব না মেনেই ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। গণভবন থেকে সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেয়ার সময় সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি তাদের। তারা অনেকটা কাছাকাছি বসেছিলেন। জেলা প্রশাসকের ডানে ও বামে মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং প্রশাসনের কর্মকর্তাদের অনেকটা গায়ে গা লাগিয়ে বসতে দেখা গেছে। এভাবে বসার জন্য প্রধানমন্ত্রী নিজেও কিছুটা উষ্মা প্রকাশ করেন।

ভিডিও কনফারেন্সে গাজীপুর থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশ সুপার, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাদের এ রকম কাছাকাছি বসতে দেখে শেখ হাসিনা বলেন, ‘এত ঘন হয়ে বসে তো…।’ এরপর প্রধানমন্ত্রী আর কিছু না বলে গাজীপুর জেলা প্রশাসককে বক্তব্য শেষ করার নির্দেশ দেন।

পরে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি তার নিজের চেয়ার ছেড়ে জেলা প্রশাসকের পাশে এসে কথা বলেন। এ সময় তিনি অনেকটা মুক্তিযুক্তবিষয়ক মন্ত্রীর অনেকটা ঘা ঘেঁষে দাঁড়ান। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধির বক্তব্যের শুরুতে দূরত্ব বজায় রেখে না বসায় প্রধানমন্ত্রী আবারও উষ্মা প্রকাশ করে বলেন, ‘আপনারা যে রকম ঠাসাঠাসি করে বসেছেন তাতে তো আ-দৌ...।’

এইচএস/এসআর/এমকেএইচ