ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরপর ৪ দিন আক্রান্তের সংখ্যা কমল চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১১:২৩ পিএম, ১৮ এপ্রিল ২০২০

পরপর চারদিন চট্টগ্রামে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। তবে চট্টগ্রামে ঠিক কতজন করোনায় আক্রান্ত তা নিয়ে সিভিল সার্জন ও আইডিসিআরের দুরকম তথ্য রয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলছেন আক্রান্তের সংখ্যা এখন ৩৫। আর আইইডিসিআর বলছে ৩৮।

শনিবার চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন ১২২টি নমুনা পরীক্ষায় আরও ৪ জনকে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১ জন চট্টগ্রামের। তিনি চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা। বাকি ৩ জন অন্য জেলার।

রাত পৌনে ১০টার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, আজ শনিবার বিআইটিআইডিতে ১২২টি নমুনা পরীক্ষায় নতুন আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুয়ায়ী, চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয় ৩ এপ্রিল। চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি তার ওমরা ফেরত মেয়ের মাধ্যমে সংক্রমিত হন বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত তিনি করোনা পজেটিভ আছেন। পরে ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তবে সম্প্রতি নতুন পরীক্ষায় তিনি করোনা নেগেটিভ হয়েছেন। আরও একটি পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ হলে তাকে সুস্থ ঘোষণা করা হবে বলে জাগোনিউজকে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

৮ এপ্রিল চট্টগ্রামে করোনায় আক্রান্ত হন তিনজন। একদিন বিরতি দিয়ে ১০ এপ্রিল বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আরও দুইজনকে করোনা পজেটিভ পাওয়া যায়। পরে ১১ এপ্রিল চট্টগ্রামে করোনারোগী হিসেবে সনাক্ত হন তিনজন। ১২ এপ্রিল চট্টগ্রামে সে সংখ্যা বেড়ে পাঁচজন করোনারোগী সনাক্ত হয়। আক্রান্তদের এক শিশু ওইদিন দিবাগত রাতে জেনারেল হাসপাতালে মারা যায়। এছাড়া ট্রাফিক পুলিশের এক সদস্যও করো আক্রান্ত হন এদিন।

এরপর ১৩ এপ্রিল চট্টগ্রামে শনাক্ত হওয়া দুই করোনা রোগীর একজন নারী করোনা সনাক্তের আগেই আইশোলসনে থাকা অবস্থায় মারা যান। ১৪ এপ্রিল সর্বোচ্চ ১১ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে এক চিকিৎসক, সাতকানিয়ার পাঁচ যুবক ও নগরে সাগরিকা এলাকার এক পরিবারের চারজন করোনায় আক্রান্ত হন।

১৫ এপ্রিল, ১৬ এপ্রিল ও ১৭ এপ্রিল আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৫, ১ ও ১ জন। ১৮ এপ্রিল নতুন করে ১ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এক শিশু, দুই বৃদ্ধ ও দুই নারীসহ মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া আইশোলসনে এখন পর্যন্ত মারা গেছেন চারজন।

এনএফ/পিআর