অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করছে ডিএনসিসি
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিয়মিত ত্রাণসামগ্রী বিতরণ করছে। শনিবার ডিএনসিসির বিভিন্ন এলাকায় দুস্থ অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, ডিএনসিসি এলাকায় ডিএনসিসি, ওয়ার্ড কাউন্সিলর, অন্যান্য জনপ্রতিনিধির উদ্যোগে এ পর্যন্ত মোট এক লাখের বেশি অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এর মধ্যে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের উদ্যোগেও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত ডিএনসিসির “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের” আওতায় ডিএনসিসির মাধ্যমে বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের প্রতিটিকে চাল ১২ কেজি, আটা ৭ কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, গুঁড়া দুধ ১ কেজি, সুজি ১/২কেজি, পেঁয়াজ ২ কেজি, আলু ২ কেজি, মসুর ডাল ২ কেজি, বুটের ডাল ১ কেজি করে বিতরণ করা হয়। এ প্রকল্পের মাধ্যমে মোট ৫ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।
এএস/এনএফ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আজম-পলক পরিবারের ১৩৬ ব্যাংক হিসাব, হাজার কোটির অস্বাভাবিক লেনদেন
- ২ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ৩ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৪ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৫ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ