ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চিকিৎসক-গণমাধ্যমকর্মীদের সুরক্ষার দাবি মহিলা পরিষদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৮ এপ্রিল ২০২০

ভয়াবহ করোনাভাইরাসে চিকিৎসারত চিকিৎসকসহ স্বাস্থ্য সেবাকর্মী, প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে সিলেটের ডা. মঈন উদ্দিন আহমেদ ও ময়মনসিংহের ডা. জ্যোতি জয়ন্ত চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি এ দাবি জানান।

বিবৃতিতে চিকিৎসকদের মৃত্যুর জন্য প্রশাসনিক জটিলতা ও সমন্বয়হীনতাকে দায়ী করে তারা বলেন, বর্তমান মহাদুর্যোগকালে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও সব চিকিৎসা সেবা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এক্ষেত্রে সরকারের স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনিক সব বিভাগের সমন্বয় থাকাটা খুবই জরুরি। বিশেষ করে এই মুহুর্তে আইসিইউ স্থাপন, ভেন্টিলেটর সংগ্রহ, আইসোলেশন ব্যবস্থাপনার উন্নয়ন ও নমুনা পরীক্ষার কিট সরবরাহ বৃদ্ধি করতে হবে।

বিবৃতিতে করোনা চিকিৎসা ব্যবস্থাপনায় জড়িত সব হাসপাতাল, স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও গণমাধ্যমসহ সব বিভাগের কাজের সুষ্ঠু সমন্বয়ের ওপর জোর দাবি জানানো হয়েছে।

এফএইচ/এমএফ/এমএস