ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কেরানীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২

কেরানীগঞ্জ (ঢাকা) | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৭ এপ্রিল ২০২০

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৩২ বছর বয়সী আরও এক যুবক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন। আক্রান্ত ওই যুবক উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা।

ডা. মোবারক বলেন, ‘বিকেলে পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা ওই যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পেয়েছি। তাকে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা আক্রান্ত ওই যুবকের স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছি।’

আজকের একজনসহ ১৩ দিনে এ উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩২ জন করোনাভাইরাসে
আক্রান্ত হয়েছে। গত মঙ্গলবার চিকিৎসাধীন ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা ছিলেন বলে জানান ডা. মোবারক।

তিনি বলেন, ‘কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতিমধ্যে পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। যার মধ্যে শুভাঢ্যা ইউনিয়নও রয়েছে।’

আক্রান্তদের এলাকাগুলোতে বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করা হচ্ছে। আর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখবে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

আসাদুজ্জামান সুমন/এফআর/জেআইএম