ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কেরানীগঞ্জে আরও ৪ রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৩১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৭ এপ্রিল ২০২০

ঢাকার কেরানীগঞ্জের তিন ইউনিয়নে নতুন আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কেরানীগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন।

আক্রান্ত চারজনের মধ্যে দুইজন শুভাঢ্যা, একজন আঁগানগর ও অপরজন কালিন্দি ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ২৫-৫৫ বছরের মধ্যে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা ওই তিন ইউনিয়নে চার ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ পেয়েছি। তাদের সকলকে আইডিসিআরের নির্দেশনা অনুযায়ী চিকিৎসার জন্য রাজধানীর যেসব হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হয় সেখানে পাঠানো হয়েছে। এছাড়া আক্রান্তদের স্বজনদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এ উপজেলায় বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত মোট ৩১ জন আক্রান্ত ও এক জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৮০। তিনি উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা ছিলেন বলে জানান ডা. মোবারক।

তিনি বলেন, কেরানীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতিমধ্যে পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন করেছে উপজেলা প্রশাসন। যার মধ্যে শুভাঢ্যা ও আঁগানগর ইউনিয়ন রয়েছে।

আক্রান্ত এলাকার মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমরা দেখভাল করবো আর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখবে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

এএইচ/এমএস