ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চিকিৎসকের মৃত্যুতে প্রশাসনিক জটিলতা ও সমন্বয়হীনতা দায়ী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৩০ পিএম, ১৬ এপ্রিল ২০২০

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রথম সারির করোনা যোদ্ধা মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন এবং ময়মনসিংহের ডা. জ্যোতি জয়ন্ত চক্রবর্তী কোভিড-১৯ রোগের চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাদের একজনের মৃত্যুর অন্যতম কারণ প্রশাসনিক জটিলতা ও সমন্বয়হীনতা। বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ এ দুই চিকিৎসকের অকাল মৃত্যুতে গভীর শোক ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছে। এছাড়াও করোনাভাইরাস মোকাবিলায় যারা জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করছেন, সেইসব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অভিনন্দন জানিয়েছে মহিলা পরিষদ।

মহাদুর্যোগকালে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও সব চিকিৎসাসেবা কর্মীরদের সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে মহিলা পরিষদ।

এছাড়াও আইসিইউ স্থাপন ভেন্টিলেটর সংগ্রহ, আইসোলেশন ব্যবস্থা উন্নয়ন ও নমুনা পরীক্ষার কিট সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছে তারা। করোনা চিকিৎসা ব্যবস্থাপনায় জড়িত সব হাসপাতাল, স্বাস্থ্যবিভাগ, পুলিশ, সেনা বাহিনী ও গণমাধ্যমসহ সব বিভাগের কাজের সুষ্ঠু সমন্বয়ের দাবিও জনিয়েছে এ সংগঠনটি।

এফএইচএস/এমএফ/পিআর