ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রশাসনের বিধিনিষেধ উপেক্ষা করে বনানীতে চলছে ভবন নির্মাণ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের বিধিনিষেধ উপেক্ষা করেই রাজধানীর বনানীতে চলছে বহুতল ভবন নির্মাণ। গত এক মাস ধরে এই কাজ চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এর ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর বনানী এলাকার ১৫ নম্বর রোডে ভবন নির্মাণ করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, একজন ব্যবসায়ী গত এক মাস থেকেই এই জায়গায় ভবন নির্মাণের কাজ করছেন। ভবন নির্মাণে সেফটি মেটাল ব্যবহার করছেন না তারা। লকডাউনের নির্দেশনাও মানছেন না।

জানা গেছে, বনানী ১৫ নম্বর গলিতে সকাল ৭টা থেকেই ভবন নির্মাণের কাজ শুরুর জন্য শ্রমিকরা জড়ো হতে থাকেন। ঘণ্টাখানেক পরে সামাজিক দূরত্ব নীতিমালা না মেনে কোনো নিরাপত্তা সামগ্রী ব্যবহার না করেই শুরু করেন দিনের কাজ।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জরুরি সেবা ছাড়া কোনো ধরনের নির্মাণ কাজে জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন।

এইচএস/এমএসএইচ/পিআর