ঢাকার ৮০ ভাগ জায়গা সিসি ক্যামেরার আওতায়
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঢাকার ৮০ ভাগ জায়গা ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আছে। ক্রমান্বয়ে পুরো ঢাকা শহর সিসি ক্যামেরার আওতায় আনার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সাত অপহরণ ও হত্যার পর সকল বড় শহরের গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, আমরা পর্যায়ক্রমে দেশের সকল বড় শহরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করব।
জেলা প্রশাসকদের সঙ্গে কি আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের সকল কাজ জেলা প্রশাসকদের মাধ্যমে সম্পাদিত হয়। তাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা দেওয়া দরকার তার সবই আমরা জেলা প্রশাসকদের দেব বলেছি। তাদের কাছ থেকেও সার্বিক সহযোগিতা চেয়েছি।
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা