ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীর ইনসাফ বারাকাহ হাসপাতাল লকডাউন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৯ এএম, ১৫ এপ্রিল ২০২০

রাজধানীর মগবাজার রেলগেটের পাশে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের নার্স ও চিকিৎসকসহ ১৩ জন কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার হাসপাতালটি লকডাউন করা হয়। হাসপাতালের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ।

হাতিরঝিল থানার পরিদর্শক (ইন্সপেক্টর-অপারেশনস) গোলাম আজম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইইডিসিআর আমাদের জানিয়েছে হাসপাতালটির চিকিৎসক-নার্সসহ ১৩ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে আইইডিসিআরের পরামর্শে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র সোহরাব আকন্দ সাংবাদিকদের জানান, করোনা শনাক্তের পর ডাক্তারসহ কমপক্ষে ৫০ জন চিকিৎসাকর্মীকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ইমপালস হাসপাতালের ৫ জন আক্রান্ত

রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের ৩ জন চিকিৎসক ও ২ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ইমপালস হাসপাতাল জানায়, ৫ জনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর হাসপাতালের সার্জারি ও গাইনি বিভাগের ৪০ জন স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এআর/এমআরএম