ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কয়েক কোটি শ্রমিকের জীবন নিশ্চিতের দাবি ট্রেড ইউনিয়ন সংঘের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৪ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বৈশ্বিক মহামারিতে প্রায় এক মাস ধরে কর্মহীন হয়ে পড়া দেশের কয়েক কোটি শ্রমিক-কর্মচারীদের জীবন ও জীবিকা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুল্লাহ বাচ্চু ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যুক্ত বিবৃতি তারা এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইতিমধ্যে দেশের অধিকাংশ জেলায় লকডাউন চলছে। যার কারণে একদিকে যেমন গার্মেন্টস শ্রমিক, নৌযানসহ সব সেক্টরেরর শ্রমিকরা কর্মহীন হয়ে অনাহার-অর্ধাহারে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

বিবৃতিতে তারা আরও বলেন, শ্রমিক-কর্মচারীরা কাজ করে যে মজুরি পেয়ে থাকেন তা দিয়েই জীবনধারণ করা যেখানে কষ্ঠসাধ্য সেখানে কর্মহীন অবস্থায় তাদের অবস্থা বর্ণনাতীত। অন্যদিকে চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে লক্ষাধিক চা-বাবার শ্রমিক, জরুরি পণ্য ও ওষুধ পরিবহনকারী নৌযানসহ অন্যান্য পরিবহন শ্রমিক, চিকিৎসা সামগ্রী উৎপাদনকারী গার্মেন্টস শ্রমিকরা এখনো কাজ করে চলেছেন। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নানারকম প্রণোদনার ঘোষণা দেয়া হলেও তার সিংহভাগই মালিকদের স্বার্থে ব্যবহৃত হওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনের তুলনায় ন্যূনতম যেটুকু শ্রমিক-কর্মচারীদের নামে প্রণোদনা ও খাদ্যসহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে তার লুটপাট অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

এফএইচএস/এএইচ/এমএস