র্যাবের আশ্বাসে ঘরে ফিরলেন বাড্ডায় আন্দোলনকারীরা
ত্রাণের জন্য সড়কে টানা তিন ঘণ্টা বিক্ষোভ করার পর ঘরে ফিরেছেন বাড্ডার শত শত গরিব-শ্রমজীবী মানুষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাড্ডার লিংক রোডে বিক্ষোভ করেন এ সব হতদরিদ্র। বৈশাখের প্রখর রোদে রিকশা দিয়ে ব্যারিকেড তৈরি করে রাস্তায় চলাচলকারী গাড়ি আটকে দেন তারা। তবে রাস্তায় তেমন কোনো গাড়ি ছিল না।
উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মেরুল বাড্ডা, বাড্ডা ডিআইটি প্রকল্প, আফতাবনগর নুরেরচালাসহ বিভিন্ন এলাকার অভাবী মানুষেরা বিক্ষোভ করেন। এই বিক্ষোভে স্থানীয়দের মৌন সমর্থন থাকলেও করোনা আতঙ্কে সবাই ভীত।
এজন্য এ সব মানুষদের যেন আর রাস্তায় নামতে না হয়, সেজন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। এদের প্রত্যেকের ঘরে খাবার পৌঁছে দেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান স্থানীয়রা।
সকালে ওই এলাকার ওসি মো. হারুন তাদের ঘরে ফেরার অনুরোধ করলেও তারা সেখান থেকে সরেননি। পরে র্যাবের ১০-১১টি গাড়ি এসে তাদের ঘরে ফেরান। এ সময় তাদের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন র্যাব সদস্যরা।
আন্দোলনকারী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, র্যাবের আশ্বাসে তারা রাস্তা থেকে চলে গেলেও ত্রাণ না পেলে আবারও রাস্তায় নামবেন।
এইচএস/এফআর/এমএস