সকল পর্যায়ে অবদান রাখতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান
উন্নয়নের সকল পর্যায়ে অর্থপূর্ণ অবদান রাখতে সমাজের সকল পর্যায়ের প্রতিনিধিদের সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন `ভয়েস` এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন। বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনা, পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনটি আয়োজন করে ‘ভয়েস’ ও ‘বিয়ন্ড’ নামে এনজিও সংগঠন।
আহমেদ স্বপন বলেন, টেকসই উন্নয়নের ১৬৯টি টার্গেটকে জাতীয় পর্যায়ে বিবেচনায় এনে স্বল্পমেয়াদী পরিকল্পনা নির্ধারণ ও তার পর্যালোচনা না করা হলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সম্ভব নয়। টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও দেশগুলোর আর্থিক প্রতিশ্রুতি স্পষ্ট নয়। তাই সরকারকে দেশীয় সম্পদের প্রতি নির্ভর করতে হবে। আমাদের দাবি হলো দুর্নীতি প্রতিরোধ করে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চত করা।
তিনি বলেন, আমরা প্রত্যাশা করি সরকার জাতীয় এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সুনির্দিষ্ট, কার্যকরী, অংশগ্রহণ মূলক, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক কাঠামোসহ একটি সমন্বিত পরিবীক্ষণ ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি আরো বলেন, যাতে কেউ এ প্রক্রিয়া থেকে বাদ না পড়ে। এছাড়া প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে সরকার কিভাবে উন্নয়ন এজেন্ডায় জনগণের মালিকানা ও অংশীদারিত্ব নিশ্চিত করবে সে বিষয়েও জনগণকে অবহিত করতে হবে।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন- উন্নয়নের ধারা`র পরিচালক আমিনুর রসুল, পিআরডি`র নির্বাহী পরিচালক শামসুদ্দোহা প্রমুখ।
এএস/আরএস/পিআর