শ্রমজীবীদের নগদ অর্থ সহায়তার দাবি শ্রমিক ফেডারেশনের
করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে বেকার হয়ে পড়া শ্রমজীবীদের নগদ পাঁচ হাজার টাকা সহায়তা দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন। সোমবার (১৩ এপ্রিল) জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে তারা।
বিবৃতিতে তারা বলেন, দেশব্যাপী করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনেক শ্রমজীবী মানুষ আজ বেকার। বিশেষ করে হোমকোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ বিধি মেনে চলতে গিয়ে অসংগঠিত খাতের শ্রমজীবী মানুষ যারা দিন এনে দিন খায় তাদের জীবিকা বন্ধ হয়ে গেছে। তারা পরিবার নিয়ে প্রকট খাদ্য সংকটে পড়ায় উদ্বেগ প্রকাশ করছে জাতীয় শ্রমিক ফেডারেশন।
বিবৃতিতে তারা বলেন, দেশের প্রায় সাড়ে পাচঁ কোটি মানুষ এই সংকটে পড়েছেন। বিষেশ করে, দিনমজুর, অনিয়মিত শ্রমিক, ক্ষেতমজুর বা কৃষি শ্রমিক,স্বনিয়োজিত শ্রমে নিযুক্ত মানুষ যেমন- হকার, ক্ষুদে বিক্রেতা, রিকশাচালক,অটোরিকশা চালক, হালকাযান চালক, বাস/ট্রাক চালক ও হেলপার, কুলি ও মুটে-মজুর, লোডার ও আনলোডার, নির্মাণ শ্রমিক, গৃহ শ্রমিক, দর্জিসহ অসংগঠিত খাতের বিপুল সংখ্যক মানুষ এই সংকটে রয়েছে। তারা তাদের পরিবার নিয়ে অনাহারে ভুগছেন। খাদ্য পাওয়ার আশায় এই মানুষগুলো সামাজিক দূরত্ব বজায় ভঙ্গ করে দ্বারে দ্বারে ঘুরে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার শঙ্কায় রয়েছেন। এই পরিস্থিতে উল্লিখিত শ্রমজীবী মানুষের তালিকা করে জরুরি আয় সহযোগিতা, দ্রুত খাদ্য ও বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ করা প্রয়োজন।
বিবৃতিতে তারা বলেন, ইতোমধ্যে সরকার সংকট মোকাবিলায় রফতানিমুখী শিল্পসহ বিভিন্ন খাতে আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছেন। কৃষি খাতেও প্রণোদনা ঘোষণা করা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা এ সব অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমজীবীদের জন্য আপৎকালীন বিশেষ তহবিল গঠন ও পরিবার প্রতি পাচঁ হাজার টাকা নগদ প্রদানের দাবি জানাচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ত্রাণ কমিটির মাধ্যমে তা তাদের মাঝে দ্রুত বিতরণের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।
এফএইচএস/এমএফ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- ২ নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান
- ৩ বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ
- ৪ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের জন্য বরাদ্দ হচ্ছে অফিস-ল্যাপটপ
- ৫ অপরিকল্পিত উন্নয়ন খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা: উপদেষ্টা ফরিদা