ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কারওয়ান বাজারে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৩ এপ্রিল ২০২০

দেশে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা শহরে। ফলে এ অঞ্চল থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। অথচ রাজধানীর কারওয়ান বাজারে মানুষের এখনও উপচেপড়া ভিড়। সামাজিক দূরত্বের কোনো বালাই নেই এখানে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, পাইকারি ও খুচরা কাঁচাবাজার, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে। একটি দোকানের সঙ্গে আরেকটি দোকান লেগে আছে। জায়গা কম থাকায় প্রতিটি দোকান, গলি, রাস্তা জনাকীর্ণ।

ফার্মগেটের পশ্চিম তেজতুরী বাজার এলাকা থেকে কারওয়ান বাজারে বাজার করতে আসা সোহেল নামে এক ব্যক্তি বলেন, ‘দেশের সবচেয়ে বড় বাজার এটা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে খুচরা বিক্রেতা, মানুষজন এখানে বাজার করতে আসেন। আশপাশ এলাকার মানুষ তো আছেই। তাই এত ভিড়। এত ভিড়ে করোনা ছড়াবে, এটাই স্বাভাবিক। বাজারে না এসেও উপায় নেই। তবে জায়গা বাড়ালে হয়তো করোনার ঝুঁকি কিছুটা কমতে পারে।’

পিডি/এমএফ/জেআইএম