ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সেনা-পুলিশ-ডাক্তার-সাংবাদিকদের বিষয়ে সুমনের আবেদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও পেশাগত দায়িত্ব চালিয়ে যাওয়া সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, ডাক্তার ও নার্স এবং সাংবাদিকদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সোমবার (১৩ এপ্রিল) নিজের ফেসবুক পেজে লাইভে এসে সুমন বলেন, করোনাভাইরাসের দুর্যোগপূর্ণ সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বিশেষ করে ডাক্তার-নার্সরা, সশস্ত্র বাহিনীর সদস্য এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাংবাদিকরা। তাদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে জোর পদক্ষেপ রাখতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি।

‘যদি কোনোভাবে রাজধানীতে এখন পড়ে থাকা ফাইভ-স্টার, থ্রি-স্টার হোটেলগুলো ডাক্তারদের জন্য দিয়ে দেয়া হতো, পুলিশদের জন্য যদি কিছু ব্যবহার করার ব্যবস্থা করা হতো, নার্সদের জন্য যদি দেয়া হতো, তাহলে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে হয়তো কিছু বিলের ব্যবস্থা করা যেতে পারে।’

লাইভের শুরুতেই সুমন বলেন, ‘আমি আমার প্রাণের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য বলছি। (কানাডার প্রধানমন্ত্রী) জাস্টিন ট্রুডোর পরে এরকম বিশাল জনসংখ্যা নিয়েও যে ব্যবস্থা গ্রহণ করেছেন আপনি আমাদের জন্য, শুধু একটা কথাই বলতে চাই, যদি ঠিকমতো বাস্তবায়ন করা যায়, তাহলে আপনি আমাদের আরও প্রাণের মধ্যে জায়গা নিয়ে যাবেন।’

তিনি বলেন, ‘আপনি যেভাবে নীতি নির্ধারণ করেছেন আমরা এই মুহূর্তে শুধু একটা কথাই বলতে চাই, যারা যারা এখন সৈন্য হিসাবে বা যারা সেনাপতি হিসাবে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তারা হচ্ছেন আমাদের ডাক্তাররা। আপনার কাছে প্রকাশ করতে চাই, ডাক্তাররা যাই করুন না কেন, এখন পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন। পুলিশ সেবা দিয়ে যাচ্ছেন, সাথে সেবা দিয়ে যাচ্ছেন সংবাদিকরা। সেবা দিয়ে যাচ্ছেন আর্মির লোকেরা, সশস্ত্র বাহিনীর লোকেরা। তাদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে জোর পদক্ষেপ রাখতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই।’

করোনাভাইরাস প্রতিরোধে কাজ করে যাওয়া দেশের ডাক্তার-পুলিশসহ সংশ্লিষ্টদের জন্য দেশের প্রতিটি ফাইভ-স্টার হোটেলসহ উন্নতমানের হোটেলগুলোকে খুলে দেয়ার একান্ত আবেদন জানান সুপ্রিম কোর্টের এ আইনজীবী।

সামাজিক নানা অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে বেশ পরিচিত সুপ্রিম কোর্টের আইনজীবী সায়েদুল হক সুমন। যেখানেই অনিয়ম দেখেন বা যে অসঙ্গতি চোখে পড়ে, সেটার বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে কথা বলেন তিনি।

গত ২৮ মার্চ নিজ চুনারুঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের জন্য ব্যক্তিগত গাড়িটি দিয়ে ফেসবুক লাইভে আসেন সুমন। এসময় অন্য বিত্তবান ও নেতাদেরও দেশের ক্রান্তিলগ্নে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গাড়িটি দেয়ার সময় সুমন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীও (পিপিই) দেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের।

পরে নিজের এলাকা চুনারুঘাটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেয়ার জন্য তিনি পাঁচজন ডাক্তারের সমন্বয়ে একটি মেডিকেল টিমও গঠন করেন। সুমন তার প্রসিকিউটর পদের ৪১ দিনের বেতনের এক লাখ ৩০ হাজার টাকাও দেন অসহায়দের মাঝে।

সবশেষ গত ১১ এপ্রিল সুমন জাগো নিউজকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে ডাক্তারদের থাকার জন্য নিজের হবিগঞ্জের আলিশান বাড়িটি দিয়ে দিচ্ছেন। হবিগঞ্জ জেলা সিভিল সার্জনের অনুমতির পর এই বাড়িটি ডাক্তারদের দিয়ে দেয়া হবে।

এফএইচ/এইচএ/এমকেএইচ