সব টিভিতে একযোগে প্রচার হবে বৈশাখ উদযাপনের অনুষ্ঠান
কাল ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ। শুরু হবে বাংলার নতুন একটি বছর ১৪২৭ সাল। করোনা পরিস্থিতির কারণে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই নিশেষ করেছেন পহেলা বৈশাখ উপলক্ষে কোথাও কোনো জমায়েত করা যাবে না।
রেডিও-টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা ঘরে বসে পরিবারের সঙ্গে উৎসব পালনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এ নির্দেশনা অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে পহেলা বৈশাখ উদযাপনের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠান ১৪ এপ্রিল (১ বৈশাখ) সকাল সাড়ে ৮টা থেকে সব সরকারি-বেসরকারি টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হবে। সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার (১২ এপ্রিল) বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুেলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাইরে লোক সমাগম করে নববর্ষের কোনো অনুষ্ঠান করা যাবে না। বাইরের সব অনুষ্ঠান বন্ধ করতে হবে। আপনারা ঘরে বসে উৎসব করুন, রেডিও টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেন বা নিজেদের পরিবার নিয়ে উৎসব করেন। কিন্তু কোনোভাবেই কোনো ধরনের লোকসমাগম করবেন না। পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। কিন্তু অনেকেই ঘরে থাকার নির্দেশনা মানতে চাননি। মানুষের সঙ্গে মিশেছেন। ফলে অনেক জেলায় এটা সংক্রমিত হচ্ছে। মূলত লোক সমাগমের কারণেই কিন্তু করোনা সংক্রমিত হচ্ছে। এটা যেন আর না পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে।
প্রতিবছর বাঙালিরা বেশ জাঁকজমকভাবে পালন করে নববর্ষের এই দিনটি। বর্ণিল উৎসবে মেতে ওঠে পুরো দেশ। রমনার বটমূলে ছায়ানটের গানে গানে, আনন্দ আয়োজনে নতুন বছরটিকে বরণ করে নেয় বাঙালি। কিন্তু এবার এ ধরনের কোনো আয়োজন হচ্ছে না। পরিবেশ পরিস্থিতি বদলে দিয়েছে করোনা।
এমইউএইচ/জেডএ/পিআর