ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৪ অক্টোবর ২০১৫

১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটি এবং ইকুইটি ইন জাস্টিস ওয়ার্কিং গ্রুপ অব বাংলাদেশে (ইকুইটিবিডি)।

বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে ‘গ্রামীণ নারীর স্বাস্থ্য ঝুঁকি : কীটনাশকের বিকল্প নাও, গ্রামীণ নারীর জীবন বাঁচাও’ শীর্ষক এক আলোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ অক্টোবর মানববন্ধন ও সংবাদ সম্মেলন। ১৫ অক্টোবর জেলা পর্যায়ে গ্রামীণ নারীদের প্রতি অবদানের জন্য সম্মাননা (প্রতি জেলায় ৫ জন), প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা-সেমিনার, র্যা লি, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় সংগঠনের শামিমা আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- মডারেটর মোস্তফা কামাল আকন, বদরুল আলম, রুমি আক্তার, সাভার উপজেলা সভাপতি তাসমিন চৌধুরী প্রমুখ।

এএস/জেডএইচ/এসএইচএস/আরআইপি