ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রােধে অভিযানে ডিএনসিসির ২০ মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০০ পিএম, ১৩ এপ্রিল ২০২০

কালােবাজারি, মজুতদারি ও অহেতুক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রােধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সেই সঙ্গে করোনাভাইরাস প্রাদুর্ভাবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যশস্য ক্রয় ও মজুত না করার জন্য সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে সংস্থার পক্ষ থেকে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশে জনগণকে ঘরে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ডিএনসিসি, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে সমগ্র এলাকায় টহল অব্যাহত রেখেছে।

জনগণকে ঘরে অবস্থান, সামাজিক দূরত্ব বজায় রাখা, কালোবাজারি, মজুতদারি ও অহেতুক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। বিভিন্ন এলাকায় কাঁচাবাজারে অতিরিক্ত মূল্য নেয়ায় দাকানিদের জরিমানা করা হচ্ছে।

এএস/জেডএ/পিআর