ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রীকে ৪র্থ শ্রেণির কর্মচারীদের স্মারকলিপি

প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৪ অক্টোবর ২০১৫

বেতন বৈষম্য দূরীকরণ, সরকারি প্রতিষ্ঠানে আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিল, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড আগের অবস্থায় বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতি। বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে গেলে সচিবালয়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা।

এসময় সচিবলায়ের পশ্চিম গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা। পরবর্তীতে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে সচিবালয়ে যান।

সমাবেশে বক্তারা বলেন, অধিকার বঞ্চিত কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের ফসল টাইমস্কেল ও সিলকশন গ্রেড সরকার বাতিল করায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

তারা আরো বলেন, বেতন বৈষম্য দূরীকরণ, সরকারি প্রতিষ্ঠানে আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিল, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, পুলিশের ন্যায়ে রেশন প্রদান, নিয়োগের ক্ষেত্রে রেলওয়ের ন্যায় সকল সরকারি প্রতিষ্ঠানে ৪০ শতাংশ পোষ্য কোটা চালুকরণ, নার্সদের ন্যায় ৪র্থ শ্রেণির কর্মচারীদের পোশাকের অর্থ বেতনের সঙ্গে প্রদানের দাবিতে এই স্মারকলিপি প্রদান।

সমাবেশে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হান্নান, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন, মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ ও অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ প্রমুখ।

এএস/জেডএইচ/এসএইচএস/এমএস