ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১২ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে বর্তমান অবস্থায় শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে সরকার।

শ্রম অধিদফতর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার মালিক এবং শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সারা দেশে অঞ্চলভিত্তিক ২৩টি কমিটি গঠন করে রোববার (১২ এপ্রিল) শ্রম মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ কমিটির কাজ হবে শ্রমিক-কর্মচারীদের মজুরি বা বেতন যথাসময়ে প্রাপ্তি নিশ্চিতকরণ, শ্রম অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা পরিলক্ষিত হলে যৌথভাবে পরিদর্শন বা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ, শ্রম অসন্তোষ ত্রিপক্ষীয় সালিশের মাধ্যমে নিষ্পত্তিকরণ, চলমান কারখানার শ্রমিকদের করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিতকরণ, স্বানীয় প্রশাসন ও শিল্প পুলিশের সাথে সমন্বয় সাধন।

এছাড়া কমিটি করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত 'ঘরে থাকুন, নিরাপদ থাকুন' এর কারণে কর্মহীন হয়ে পড়া (দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক ইত্যাদি) শ্রমিকরা যাতে সরকারের আর্থিক বা খাদ্য সহায়তার আওতাভুক্ত হন, সেই বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধন, সুবিধাভোগী শ্রমিকদের ডাটাবেজ তৈরি ও সংরক্ষণের বিষয় কাজ করবে।

প্রয়োজনে এ কমিটি অঞ্চলভিত্তিক উপ-কমিটি বা টিম গঠন করবে। কমিটিকে নির্দিষ্ট অনুসরণ করে প্রতি বৃহস্পতিবার নিজ নিজ অধিদফতরের মাধ্যমে মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে বলে শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/এমএসএইচ/এমএস