ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিদেশি হত্যার তদন্তে সহযোগিতা চাইলেন আইজিপি

প্রকাশিত: ০৮:২১ এএম, ১৪ অক্টোবর ২০১৫

দুই বিদেশি হত্যার তদন্তে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুবাগিচায় পুলিশের ঢাকা রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে ‘আইনশৃঙ্খলা-জননিরাপত্তা এবং শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও অপরাধ সভা’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘বিদেশি হত্যার বিচারে আমাদের সময় দেন, সহযোগিতা করেন। দোয়া করেন। এখনই কিছু বলছি না। কনক্লুশনে না আসা পর্যন্ত কিছু বলতে চাচ্ছি না।’

দুই বিদেশি হত্যার তদন্ত সম্পর্কে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তদন্তে অগ্রগতির জন্য চেষ্টা করছি। বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে লিখছে। সে ব্যাপারে আমরা কিছু বলতে চাই না। আমরা কোনো ক্লু না পেয়ে কিছু বলতে চাই না। কনক্লুশনে আসতে চাই।

আপনারা আমাদের সহযোগিতা করেন, জনগণ আমাদের সহযোগিতা করলে যে কোনো ধরণের অপরাধ কর্মকাণ্ডের বিচার দ্রুত সময়ের মধ্যেই হওয়া সম্ভব। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দুই বিদেশি হত্যার তদন্তের সমাপ্তিতে আসতে পারবো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, ঢাকা জেলার এসপি হাবিবুর রহমানসহ ঢাকা বিভাগের সকল বিভাগের এসপিরা উপস্থিত ছিলেন।

জেইউ/একে/এমএস