ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নির্মাণ শ্রমিকদের জন্য বিশেষ অর্থ বরাদ্দের দাবি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্মাণ শ্রমিকদের জন্য বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। রোববার এক বিবৃতিতে তারা এ দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব আজ স্থবির। বাংলাদেশেও একই অবস্থা বিরাজ করছে। করোনাভাইরাসের কারণে দেশের প্রায় ৪০ লাখ নির্মাণ শ্রমিক অর্ধাহারে-অনাহারে, মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন। পরিবার-পরিজন নিয়ে তারা খুবই কষ্টে দিনাতিপাত করছে।

বিবৃতিতে তারা আরও বলেন, এই শিল্পের শ্রমিকরা ১৯৬৯ সালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে গণআন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তি আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধেও নির্মাণ শ্রমিকদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। তাই দেশের এ ক্রান্তিলগ্নে নির্মাণ শ্রমিকদের খেয়ে-পরে বেঁচে থাকার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান সংগঠনটির নেতারা।

এফএইচএস/এমএফ/এমকেএইচ